পোস্ট শিরোনাম দেখে অনেকেই ভাবছেন এটা আবার কেমন ওয়েডগেট ! হ্যাঁ বন্ধুরা আপনি ভুল পড়েননি আমি জীবিত মাকড়শার কথাই বলেছি আর হ্যাঁ সঙ্গে জাল ইফেক্টও আছে । আসলে এটা একটা মজার জিনিস এটাতে কোন উপকার হবে না তবে ব্লগ ভিজিটরা মজা পাবে কারন এটা নিয়ে ইচ্ছে মত খেলা যাবে বিশ্বাস না হলে নিচে থেকে লাইভ ডেমো দেখেনিন তাহলেই বুঝতে পারবেন । তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ব্লগার ব্লগে এই মাকড়শা ব্যবহার করবেন বা যুক্ত করবেন ।
এই মাকড়শা লাইভ ডেমো দেখতে চাইলে নিচের দিকে যাক দেখুন পোস্ট এর মধ্যেই দেওয়া হচ্ছে আশাকরি আপনার এই ওয়েডগেটটি পছন্দ হবে এবং নিজ নিজ ব্লগে ব্যবহার করবেন । তাহলে চলুন শুরু করা যাক ।
কিভাবে ব্লগার ( ব্লগস্পট ) ব্লগে একটি জীবিত মাকড়শা যুক্ত করবেন !
- প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন ।
- ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন
- এবার Add a Gadget এ ক্লিক করুন .
- HTML/Javascript এ ক্লিক করে করে নিচের কোড বসান
- Save এ ক্লিক করে বেরিয়ে আসুন ।
<script src='https://googledrive.com/host/0B5Z7dU1X-KejdlJObkFvMV9SQTA' type='text/javascript'></script><canvas id='scratch' style='width: 500px; height: 350px; margin-left: -100px; margin-top: -30px;'></canvas><script src='https://googledrive.com/host/0B5Z7dU1X-KejVEN3T3d1REVfajg' type='text/javascript'></script><style>#scratch {position: ;top: 0px;left: 0px;}</style>
আশাকরি কাজটি করতে সফল হয়েছেন নিচে থেকে লাইভ ডেমো দেখেনিন তারপরেই উপরের কাজ করুন ।
Live Demo