ব্লগার বন্ধুদের জন্য আজকে একটা খুব কাজের টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের কাজে আসবে । অনেকেই আছে যারা ভাবে কিভাবে ব্লগ পোস্টে অডিও অর্থাৎ Mp3 আপলোড করে পোস্ট করা যাই এটা খুব সহজ যখুন আপনি কোন থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করবেন তখুন যেমন soundcloud ইত্যাদি তবে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রেশ নিজে গুগল কে কাজে লাগিয়ে খুব সহজে আপনার ব্লগে অডিও ফাইল পোস্ট করবেন । এই কাজটি করার জন্য আপনাকে বেশি কিছুই করতে হবে না শুধু মাত্র নিচের সহজ কিছু স্টেপ একটু লখ করুন তাহলেই হবে । আগেই বলে রাখি কাজটি আমারা গুগল সাইট ব্যবহার করে করব তাহলে চলুন শুরু করা যাক ।
এই কাজটি করার জন্য আপনাদের গুগল সাইট এর সাহায্য নিতে হবে সেটা আমি আগেই বলেছি তাই আপনি প্রথমে এখানে ক্লিক করে গুগল সাইট এ চলে যান । এবং সেখানে গিয়ে CREATE বাটনে ক্লিক করুন ।
কিভাবে অডিও ফাইল গুগল সাইটে হোস্ট করবেন !
এই কাজটি করার জন্য আপনাদের গুগল সাইট এর সাহায্য নিতে হবে সেটা আমি আগেই বলেছি তাই আপনি প্রথমে এখানে ক্লিক করে গুগল সাইট এ চলে যান । এবং সেখানে গিয়ে CREATE বাটনে ক্লিক করুন ।
এবার নতুন পেজ আসবে সেখানে আপনাকে একটি নতুন থিম পছন্দ করে নাম দিতে বলা হবে আপনি Blank template সিলেক্ট করে Name your site : অপশনে আপনার নাম দিন এবং I'am a not robot এ ক্লিক করে ভেরিফাই করে উপরের CREATE বাটনে ক্লিক করুন ।
এবার আর একটি নতুন পেজ আসবে সেখা সব উপরে দেখুন একটি আইকন আছে যার নাম Create page সেই আইকনে ক্লিক করুন এবং একটি পেজ তৈরি করে নিন
এবার নতুন পেজ কররা জন্য Name your page এ আপনার পেজ নাম দিন এবং ট্যাব অপশন থেকে File Cabinet সিলেক্ট করে উপর থেকে CREATE বাটনে ক্লিক করুন তাহলে একটি পেজ তৈরি হয়ে যাবে ।
এবার অডিও ফাইল আপলোড করার পালা এই পেজ অপশনে দেখুন Add file বাটন আছে তাতে ক্লিক করুন এবং আপনি যে অডিও ফাইল আপলোড করতে চান সেটা সিলেক্ট করুন ।
একটু অপেক্ষা করুন ফাইল আপলোড হয়েগেলে উপরের সেটিং বাটনে ক্লিক করুন এবং Sharing and Permissions এ ক্লিক করুন
এবার এই পেজ থেকে Who has access অপশন থেকে Change এ ক্লিক করে On-Public on the Web সিলেক্ট করুন
এবার বাম পাশ থেকে Recent site activity তে ক্লিক করে যে অডিও ফাইল আপলোড করলেন সেই ফাইল এর উপর মউস এর ডান ক্লিক করে ক্লিক কপি করে নিন । এবং দ্বিতীয় স্টেপ দেখুন ।
কিভাবে ব্লগার ব্লগের পোস্টে অডিও ফাইল আপলোড করবেন !
এবার আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন পোস্ট অপশন চাইলে HTML/Javascript এ ও ব্যবহার করতে পারেন যাই হোক পোস্ট অপশনে যান এবং HTML ট্যাব সিলেক্ট করুন এবং নিচের কোড গুল বসিয়ে দিন ।
<audio controls>
<source src="আপনার আপলোড করা অডিও ফাইলে লিঙ্ক এখানে বসান" />
</audio>
উপরের বাংলা লিখাটা মুছে এখানে আপনি যে অডিও ফাইল আপলোড করেছেন সেটা কপি করতে বলেছিলাম সেই কপি লিঙ্ক সেখানে বসিয়ে দিন এবং আপনার পোস্ট পাবলিশ করে দিন । এবং আপনার ব্লগ ভিজিট করুন দেখুন নিচের মত একটি মিডিয়া ফাইল দেখতে পারবেন এখুন এটাকে প্লে করে দেখুন আপনার অডিও চালু হবে ।
বাস আশাকরি আপনি এই কাজটি করতে সফল হয়েছেন কোন রকম সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করুন । পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সঙ্গে কমেন্ট করেও যানাতে ভুলবেন না । তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকুন সুস্থ থাকুন । আসসালামু আলাইকুম ।