কিভাবে ওয়ার্ডপ্রেস স্টাইল Emoticons/Smileys খুব মজার একটি জিনিস আমারা যারা ব্লগার ব্যবহার করি তারা এই সুবিদা ওয়ার্ডপ্রেস ব্যবহার কারিদের মত অটো পাই না আমাদের এটা ব্যবহার করতে হলে এক্সট্রা কোড ব্যবহার করতে হয় । কিন্তু সমস্যা হল খুজে পাওয়া ইচ্ছে থাকলেও সার্চ করে সেম স্টাইল পাইনা । যাই হোক আপনি যদি এই জিনিস খুজেন তাহলে আপনার খুজার দিন শেষ নিচে থেকে আপনি দেখেনিন কিভাবে ওয়ার্ডপ্রেস স্টাইল Emoticons/Smileys ব্লগার ব্লগে পোস্টে পোস্ট করবেন ? তাহলে চলুন শুরু করা যাক । :)
প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
কীবোর্ড এর CTRL+F প্রেস করে </head> ট্যাগ সার্চ করুন এবং তার ঠিক উপরে নিচের যেকোনো একটি স্টাইল এর কোড বসিয়ে দিন ।
কিভাবে ওয়ার্ডপ্রেস স্টাইল Emoticons/Smileys ব্লগার ব্লগে পোস্টে পোস্ট করবেন ?
প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
কীবোর্ড এর CTRL+F প্রেস করে </head> ট্যাগ সার্চ করুন এবং তার ঠিক উপরে নিচের যেকোনো একটি স্টাইল এর কোড বসিয়ে দিন ।
পুরনো স্টাইল :
Icon | Text | Text |
---|---|---|
“:)” | “:-)” | |
“:D” | “:-D” | |
“:(” | “:-(” | |
“:o” | “:-o” | |
“8O” | “8-O” | |
“:?” | “:-?” | |
“8)” | “8-)” | |
“:x” | “:-x” | |
“:P” | “:-P” | |
“:|” | “:-|” | |
“;)” | “;-)” |
<script src='http://codesroot.weebly.com/uploads/1/2/6/1/12611774/blogger-emoticons.js' type='text/javascript'/>
Save Template এ ক্লিক করুন তাহলেই কাজ শেষ ব্লগে উপরের আইকন গুল ব্যবহার করে দেখুন দেখা যাবে উপরের স্টাইল পছন্দ না হলে নিচের নতুন Whatsapp আইকন ব্যবহার করতে পারেন ।
নতুন Whatsapp স্টাইল :
<script src='https://78f4de3676ac34c79dbc2146065980a0e371905b.googledrive.com/host/0B6AQ0cwAMPNQfnZBck56QnZHT0pSbFY1dmtWcFFwUjJWVlNMMFg3ZW1QSmJFT2l3RmVtTXc/js/netoops-whatapp-smileys-blogger-posts-comments.min.js'/><script type='text/javascript'>//bloggersmileys.init();</script>
উপরের কোড এর মতই ঠিক একি ভাবে </head> বা </body> ট্যাগ এর ঠিক উপরে বসিয়ে দিন এবং Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং একি ভাবি CTRL+F প্রেস করে এই ট্যাগ সার্চ করুন ]]></script> এবং এর ঠিক আগে বা উপরে নিচের কোড গুল বসিয়ে দিন । :)
.post-body img.noops-smly {
padding: 0 !important;
margin-top: -2px !important;
}
ব্যাস শেষ করে বেরিয়ে আসুন আর হ্যাঁ উপরের দুটি স্টাইল এক সঙ্গে ব্যবহার করবেন না যেকোনো একটি স্টাইল ব্যবহার করুন । যাই হোক পোস্টটি বুঝতে কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন , পোস্টটি ভাল লাগলে বন্ধদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।