-->

কিভাবে আপনার ব্লগার ব্লগ থেকে Powered by Blogger লিখাটিকে রিমুভ করবেন ।

বন্ধুরা সবাই আশাকরি খুব ভাল আছেন আমিও আপানদের দোয়াই খুব খুব ভাল আছি । আজকে আমি আপনাদের সাথে খুব সাধরন কিন্তু খুব কাজের একটি টিপস শেয়ার করতে যাছি আমার মনে হয় আমি এই নিয়ে এর আগে একটি পোস্ট করেছি তবে একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছে কিভাবে এই powered by Blogger লিখা টিকে চিরতরে মুছে ফেলা যাই এই কাজটি করা খুব কঠিন না । যাই হোক 
বেশি কথা না বলে নীচের নিয়ম অনুজানি কাজ করুন । 





 কিভাবে আপনার ব্লগার ব্লগ থেকে Powered by Blogger মুছবেন ? 



১) আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন । 

২) এবার Edit HTML এ ক্লিক করুন । 

৩) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।



]]></b:skin>


৪)  উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । না বুঝলে নীচের নীচের চিত্রে দেখুন ।


#Attribution1 {display: none;}







৫) এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন । 



নীচের ফটো দেখে পার্থক্য দেখে নিন :






আশাকরি বুঝতে কোন সমস্যা হলনা । ভাল বা কাজে লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জাবানে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু । আসসালামু আলাইকুম । 

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!