ব্লগার ব্লগের এসইও চেক করলে দেখা যায় যে, ৯০% ব্লগের Home Page এর H1 ট্যাগ নেই। যে কোন ব্লগের জন্য H1 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। ব্লগের প্রত্যেক পেজে কমপক্ষে একটি করে H1 ট্যাগ থাকা আবশ্যক। কারণ H1 ট্যাগ সহজে সার্চ ইঞ্জিনের দৃষ্টি আকর্ষণ করতে পারে। মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নিয়মানুযায়ী প্রত্যেকটি ব্লগের গুরুত্বপূর্ণ Title ট্যাগগুলি H1 হওয়া উচিত। তবেই সহজে টাইটেল ট্যাগ সার্চ ইঞ্জিনকে আকর্ষণ করাতে পারবে।
ডিফল্ট ব্লগের Headline Titles যেমন থাকেঃ
প্রত্যেকটি ডিফল্ট ব্লগের Header টাইটেলে যখন ছবি ব্যবহার না করে শুধুমাত্র অক্ষর দিয়ে টাইটেল লিখা হয়, তখন Header Title থাকে H1 আকারে, Sidebar Title থাকে H2 আকারে এবং Post Title থাকে H3 আকারে। অন্যদিকে যখন ব্লগের Header টাইটেলে ছবি ব্যবহার করা হয় তখন Header Title এ H1 অনুপস্থিত থাকে, Sidebar Title থাকে H2 আকারে এবং Post Title থাকে H3 আকারে।ডিফল্ট ব্লগের Headline Titles এর সমস্যাঃ
উপরের বিষয় থেকে বুঝতে পেরেছেন যে, ডিফল্ট টেমপ্লেটের কোথায় কোন ধরনের ট্যাগ ব্যবহার হচ্ছে। ডিফল্ট টেমপ্লেটের সব জায়গাতেই Post Title H3 আকারে ব্যবহার হচ্ছে, যেটি সার্চ ইঞ্জিন অপটিমাইশনে কম গুরুত্ব বহন করে। অন্যদিকে Header Title নরমালি H1 আকারে এবং ছবি যোগ করার পর H1 অনুপস্থিত থাকছে। এটিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেলায় দূর্বল হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় আপনি কিভাবে সার্চ ইঞ্জিন হতে ভাল ফলাফল পাওয়ার আশা করেন?আমাদের অপটিমাইজ করা টাইটেলে যা থাকছেঃ
অপটিমাইজ করা কোডে সবসময় Post Page ব্যতীত সকল পেজে Header Title থাকবে H1 আকারে এবং Post Page এ Header Title থাকবে H2 আকারে। অন্যদিকে প্রত্যেকটি Post Title থাকবে Home Page এ H2 আকারে এবং Post Page এ Post Title থাকবে H1 আকারে। কারণ Post পেজে ব্লগের Post Title সবচাইতে বেশী গুরুত্ব বহন করে। কাজেই অপটিমাইজ করা কোড SEO এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।কিভাবে ব্লগে যুক্ত করতে হবে?
- প্রথমে ব্লগে লগইন করুন।
- তারপর Template > Edit Html এ ক্লিক করুন।
- কিবোর্ড হতে Ctrl+F চেপে <!--Show the image only--> সার্চ করলে এর একটু পরেই নিচের কোডগুলি দেখতে পাবেন।
<a expr:href='data:blog.homepageUrl' style='display: block'>
<img expr:alt='data:title' expr:height='data:height' expr:id='data:widget.instanceId + "_headerimg"' expr:src='data:sourceUrl' expr:width='data:width' style='display: block'/>
</a>
- এখন নিচের কোডগুলি উপরের কোডের জায়গায় Replace করুন।
<b:if cond='data:blog.pageType == "index"'>
<h1 itemprop='name'><a expr:href='data:blog.homepageUrl' itemprop='url' style='display: block'>
<img expr:alt='data:title' expr:height='data:height' expr:id='data:widget.instanceId + "_headerimg"' expr:src='data:sourceUrl' expr:width='data:width' itemprop='logo' style='display: block'/></a>
</h1>
<b:elseif cond='data:blog.pageType == "archive"'/>
<h1 itemprop='name'><a expr:href='data:blog.homepageUrl' itemprop='url' style='display: block'>
<img expr:alt='data:title' expr:height='data:height' expr:id='data:widget.instanceId + "_headerimg"' expr:src='data:sourceUrl' expr:width='data:width' itemprop='logo' style='display: block'/></a>
</h1>
<b:else/>
<h2 itemprop='name'><a expr:href='data:blog.homepageUrl' style='display: block'>
<img itemprop='logo' expr:alt='data:title' expr:height='data:height' expr:id='data:widget.instanceId + "_headerimg"' expr:src='data:sourceUrl' expr:width='data:width' style='display: block'/></a>
</h2>
</b:if>
- আবার কিবোর্ড হতে Ctrl+F চেপে <!--No header image --> সার্চ করলে এর একটু পরেই নিচের কোডগুলি দেখতে পাবেন।
<div class='titlewrapper'>
<h1 class='title'>
<b:include name='title'/>
</h1>
</div>
- তারপর নিচের কোডগুলি উপরের কোডের জায়গায় Replace করুন।
<div class='titlewrapper'>
<b:if cond='data:blog.pageType == "index"'>
<h1 class='title'><b:include name='title'/></h1>
<b:elseif cond='data:blog.pageType == "archive"'/>
<b:if cond='data:blog.pageType == "index"'>
<h1 class='title'><b:include name='title'/></h1>
<b:else/>
<h2 class='title'> <b:include name='title'/></h2>
</b:if>
</b:if>
</div>
- সবশেষে Save Template এ ক্লিক করে Template Save করুন।
বিঃ দ্রঃ আমরা এই পোষ্টটি দুটি আলাদা পার্টে বিভক্ত করে শেয়ার করব। আজ শুধুমাত্র Header Title অপটিমাইজ করার উপায় দেখিয়েছি। পরবর্তী পোষ্টে দেখাব কিভাবে Blogger Post Title SEO অপটিমাইজ করতে হয়? পোষ্টের কোন অংশ বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ্।