১. কিভাবে একাধিক চালু অ্যাপ্লিকেশন থেকে কাঙ্ক্ষিত অ্যাপটি বেছে নেবেন
অ্যান্ড্রয়েড ফোনে অন্যতম বড় সুবিধা হল আপনি একটি অ্যাপ চালিয়ে সেটিকে মিনিমাইজ করে রাখতে পারবেন। এর জন্য আপনাকে কেবল আপনার ফোনের Home icon (Home-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি টাচ করলেই হবে। কিন্তু সেটিতে আবার ফিরে যাওয়া বা ম্যাক্সিমাইজ কিন্তু আপনি এক ক্লিকে করতে পারবেন না। এর জন্য যা করতে হবে তা হল, আপনার ফোনের Recent Apps icon (Recent-Apps-16.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি টাচ করুন, দেখবেন যেসব অ্যাপ চালু আছে সেগুলোর লিস্ট আসবে। সেখান থেকে Slide down করে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ টি বেছে নিন।
২. কিভাবে একটি চালু অ্যাপ বন্ধ করবেন
অনেক সময় অ্যাপ ওপেন করে আর বন্ধ করা হয় না। এতে আপনার ফোনের চার্জ আর নেট কানেক্টেড থাকলে ফোনের ক্রেডিট দুটোই শেষ হয়ে যেতে পারে। তাই অ্যাপ চালু করে ব্যবহার শেষে আবার বন্ধ করে রাখাই শ্রেয়। এর জন্য আপনার ফোনের Settings এ যান, সেখান থেকে Apps অপশনটি সিলেক্ট করুন। তারপর দেখবেন অ্যাপের লিস্ট আসবে। যেটি বন্ধ করতে চান সেটি সিলেক্ট করুন। তারপর Force stop সিলেক্ট করে OK করুন।
৩. কিভাবে কোন ফাইল ওপেনের জন্য ডিফল্ট অ্যাপ সেট করবেন
উইন্ডোজ চালিত কম্পিউটারে আমরা কোন ফাইল ওপেনের জন্য একটি নির্দিস্ট সফটওয়্যার কে ডিফল্ট হসেবে ব্যবহার করি। আপনি চাইলে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে একই কাজ করতে পারেন। এইজন্য যখন কোন ফাইল ওপেন করতে যাবেন তখন ছবির মত একটি উইন্ডো আসবে। সেখানে নিচের “Use by default for this action” অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিন, সেটি ডিফল্ট হিসেবে সেট হয়ে যাবে। যদি সেটিকে আর ডিফল্ট হিসেবে ব্যবহার করতে না চান তাহলে Settings এ যান, সেখান থেকে Apps অপশনটি সিলেক্ট করুন। তারপর দেখবেন অ্যাপের লিস্ট আসবে, সেখান থেকে অ্যাপটি সিলেক্ট করে Clear defaults এ ক্লিক করুন, ডিফল্ট মোড অফ হয়ে যাবে।
৪. কিভাবে একটি অ্যাপ আনইন্সটল করবেন
অনেক সময় ফোনে না বুঝে অনেকেই কিছু অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করে ফেলেন যেগুলো পরে আনইন্সটল করতে গিয়ে ব্যবহারকারীকে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই কোন অ্যাপ আনইন্সটল করতে চাইলে প্রথমে আপনার ফোনের সিস্টেম ট্রে থেকে All Apps icon (All-Apps.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি সিলেক্ট করুন। অ্যাপ গুলোর লিস্ট আসবে। সেখান থেকে যেটি আনইন্সটল করতে চান সেটি টাচ করে ধরে রাখুন, দেখবেন আনইন্সটলের অপশন আসবে। OK করে কনফার্ম করুন। এছাড়া সেটিংস থেকেও চাইলে অ্যাপ আনইন্সটল করতে পারেন।