-->

ফেসবুকে লুকানো বন্ধু তালিকা দেখার কৌশল

কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে ‘মিউচুয়াল ফ্রেন্ডস’-দের তালিকা। কেননা আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছেন।

তবে আপনি চাইলে ফেসবুকে বন্ধুদের লুকানো ফ্রেন্ড লিস্ট সহজেই দেখে নিতে পারবেন। এজন্য কেবলমাত্র আপনার গুগল ক্রোম ব্রাউজারে ‘Facebook Friends Mapper’ নামক একটি বিনা মূল্যের এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই এক্সটেনশনটি আপনাকে জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা বন্ধুদের তালিকা।

এজন্য প্রথমেই চলে যান ক্রোমের ওয়েব স্টোরে (https://chrome.google.com/webstore)। ইনস্টল করুন Facebook Friends Mapper এক্সটেনশনটি। যে বন্ধুর গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন। এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে পাবেন ‘Reveal Friends’ অপশনটি। এবার ক্লিক করুন তাতে আর দেখে নিন ফ্রেন্ড লিস্ট!

আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায় না থাকলেও কিছু যাবে আসবে না। তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই হবে।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ