-->

কিভাবে অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাপ রিমুভ করবেন

বর্তমান সময়ে আমরা যারা অন্তত ইন্টারনেট এর দুনিয়ায় ঘুড়ে-বেড়াই তাদের সকলের ন্যূনতম একটি ফেসবুক একাউন্ট আছেই। অনেকেরতো আবার কয়েকটিও থাকে। যাক, ওসব কথায় গিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা অনেকেই প্রায় সময় বিভিন্ন অ্যাপস্‌ ব্যবহার করি কিন্তু সেগুলো কিভাবে আবার রিমুভ করতে হয় তা আমরা জানি না। আজকের এই বিষয়ে আপনাদের অবগত করার জন্যেই আমার এই ছোট্ট প্রয়াস। তাহলে আসুন দেখে নেই, কিভাবে অপ্রয়োজনীয় ফেবু (ফেসবুক) অ্যাপস্‌ রিমুভ করা যায়।
১) প্রথমে আপনার ফেবু (ফেসবুক) একাউন্ট এ প্রবেশ করুন। তারপর একটু উপরের ডান কোণায় লক্ষ্য করুন। দেখুনতো আপনার হোমপেজ বাটনের পাশেই দেখুন একটি স্টার (*) চিহ্ন রয়েছে। ওটিতে ক্লিক করে “Account settings” এ ক্লিক করুন। (ছবির মত)

২) এবার বাম দিকে একটু নিচে দেখুন। কি “Apps” অপশন দেখতে পাচ্ছেন কি? যদি দেখেই থাকেন তাহলে এবার ওখানে ক্লিকান। এরপর ডান দিকে আপনার ব্যবহৃত সকল অ্যাপস্‌ এর লিস্ট দেখতে পাবেন।

৩) প্রতিটি অ্যাপস্‌ এর ডান পাশেই একটি ক্রস (x) চিহ্ন দেখতে পাবেন। যেটি রিমুভ করতে চান সেটির উপর ক্রস বাটন প্রেস করুন। ছবির মত স্ক্রীণ দেখতে পাবেন। বক্সটিতে টিক চিহ্ন দিন এবং “Remove” বাটনে প্রেস করুন। ব্যস।

হয়ে গেল আপনার অপ্রয়োজনীয় ফেবু অ্যাপস্‌ রিমুভ। এভাবে অপ্রয়োজনীয়গুলো রিমুভ করে দিন।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!