-->

কেন একটি AdSense আবেদন দীর্ঘ দিন Review এর অধীনে থাকে?

গুগল এ্যাডসেন্স এর জন্য আবেদন করার পর এ্যাডসেন্স একাউন্ট অনুমোদন করা বা অনুমোদন না করার বিষয়ে কোন ইমেল না পাওয়া অত্যান্ত কমন একটি সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এ্যাডসেন্স এর জন্য আবেদন করার পর গুগল এ্যাডসেন্স টিম একাউন্টের এর বিষয়ে কোন ধরনের উত্তর না দিয়ে রিভিউ এর জন্য দীর্ঘ দিন যাবত পেন্ডিং রেখে দেয়। যার ফলে এ্যাডসেন্স এর আবেদনকারী কোন সমাধান না পেয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হন। কারন একজন আবেদনকারী চান যে, তার এ্যাডসেন্স একাউন্ট Approve হক বা বাতিল হক এ্যাডসেন্স টিম যেন তাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়। কারণ অনুমোদন না হওয়ার ইমেইল পেলে একজন আবেদনকারী তার ব্লগে এ্যাডসেন্স পাওয়ার জন্য কি ধরনের সমস্যা রয়েছে সেটি সমাধান করে পুনরায় আবেদন করার সুযোগ পান। এ ক্ষেত্রে এ্যাডসেন্স এর নিকট থেকে কোন ধরনের ইমেইল না পেলে অনুমোদনের জন্য পরবর্তী পদক্ষেপে গ্রহনের জন্য কোন কাজ করে যেতে পারেন না।
কেন একটি AdSense আবেদন দীর্ঘ দিন Review এর অধীনে থাকে?

আজকের পোষ্টের মাধ্যমে AdSense আবেদন দীর্ঘ দিন Review এর অধীনে থাকার বিষয়ে পরিষ্কার ধারনা পেয়ে যাবেন। তাছাড়া এ রকম পরিস্থিতির সম্মুখিন হলে আপনাকে কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে এবং কিভাবে এ্যাডসেন্স হতে ইমেইল পাবেন সে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব।

যারা এ ধরনের সমস্যায় পড়েন তারা হয়ত ইতোপূর্বে বিভিন্ন ব্লগ থেকে এ বিষয়ে ধারনা নেওয়ার চেষ্টা করেছেন। আমি নিজেও এ বিষয়ে অনেক লেখা পড়েছি। অধিকাংশ লেখার মধ্যে মূল বিষয়ে কোন ধরনের সমাধান না দিয়ে বিভিন্ন অবাঞ্চিত সমাধান নিয়ে কথা বলেছে। আমি বিভিন্ন ব্লগ পড়ে এ বিষয়ে জানতে পেরেছি যে, ব্লগে কনটেন্ট কম থাকা, ব্লগের বয়স কম হওয়া, এ্যাডসেন্স রোল না মানা ও বিভিন্ন ধরনের About Us, Contact, Privacy Policy পেজ না থাকা সহ আরো অন্যান্য কারনে নাকি এ্যাডসেন্স টিম আবেদন এর কোন উত্তর না দিয়ে Review জন্য পেন্ডিং রেখে দেয়। আপনিও যদি এমন জেনে থাকেন তাহলে আমি আপনাকে পরিষ্কারভাব বলছি এ ধরনের ধারনা সম্পূর্ণ  ভূল। এ ধরনের ধারনা কেন ভূল বা মিথ্যা সে বিষয়েও আমি আপনাদের পরিষ্কার করব। তার আগে আপনাকে জানতে হবে এ্যাডসেন্স আবেদন করার পর কিভাবে এ্যাডসেন্স টিম একটি আবেদন Review করে?

কিভাবে এ্যাডসেন্স আবেদন Review করা হয়?

এ্যাডসেন্স বিষয়ে অধিকাংশ মাঝারি জ্ঞান সম্পন্ন ব্লগারগণ বলে থাকেন যে, এ্যাডসেন্স দুই ভাবে আবেদন Review করে। কোন কোন ক্ষেত্রে গুগল বট/রোবট এ্যাডসেন্স Review করে এবং কোন কোন ক্ষেত্রে গুগল স্পেশালিস্ট এ্যাডসেন্স Review করে। তারা আরো বলে যখন গুগল বট আবেদন সম্পর্কে কোন সিদ্ধান্ত দিতে পারে না তখন নাকি এ্যাডসেন্স এর একজন স্পেশালিস্ট আবেদন Review করে উত্তর দিয়ে থাকে। এ ক্ষেত্রে গুগল বট সমাধানে পৌছতে পারলে অল্প সময়ে আবেদন এর উত্তর পাওয়া যায় এবং গুগল বট সামাধান দিতে না পারলে নাকি এ্যাডসেন্স স্পেশালিস্ট Review করে উত্তর জানিয়ে দেওয়ার কারনে Review এর উত্তর পেতে অনেক বিলম্ব হয়।

আপনি একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন এ্যাডসেন্স এর আবেদন গুগল বট বা এ্যাডসেন্স বট কখনো Review করে না। সব ক্ষেত্রেই একটি এ্যাডসেন্স এর আবেদন গুগল এ্যাডসেন্স এর একজন স্পেশালিস্ট Review করে অনুমোদন করে অথবা বাতিল করে। এ ক্ষেত্রে আপনার ব্লগ এ্যাডসেন্স পাওয়ার জন্য উপযুক্ত হলে অনুমোদন করবে।

আপনি আরেকটি বিষয় ক্লিয়ারভাবে জেনে রাখুন যে, আপনার ব্লগে যদি পর্যাপ্ত পরিমানে কনটেন্ট না থাকে, কপিরাইট কনটেন্ট থাকে, ব্লগের বয়স কম হয়, এ্যাডসেন্স রোল না মানেন, ব্লগ/ওয়েবসাইটের ইন্টরফেস ভালো না হয় ও বিভিন্ন ধরনের About Us, Contact, Privacy Policy পেজ না থাকে তাহলে গুগল এ্যাডসেন্স টিম কখনো আপনার আবেদনটি Review এর জন্য Pending বা Waiting এ দীর্ঘ দিন রেখে দেবে না। কোন ব্লগে এ ধরনের সমস্যা থাকলে আবেদন পেন্ডিং না রেখে ৩-৭ দিনের মধ্যে আবেদন Reject করে দেবে। সেই সাথে আপনার ব্লগের সমস্যা সহ ভবিষ্যতে এ্যাডসেন্স এর আবেদন করার পূর্বে কি কি ব্যবস্থা নিবেন সে বিষয়েও সংক্ষেপে একটি নির্দেশনা দেবে।

কেন এ্যাডসেন্স আবেদন দীর্ঘ দিন Review জন্য পেন্ডিং থাকে?

উপরের আলোচনা থেকে আপনি একটি এ্যাডসেন্স আবেদন এর Review প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারনা পেয়ে গেছেন। আসলে কোন একটি জিনিসের যারা আবিষ্কারক আমরা তাদের নির্দেশনা না শুনে অন্যরা কি বলছে সেটি নিয়ে মাথা ঘামানো শুরু করে দেই। যার ফলে অন্যের ভূল ব্যাখা শুনে নানা ধরনের টেনশনে পড়ে কোন সমাধান খোঁজে বের করতে পারি না। গুগল এ্যাডসেন্স হচ্ছে টেক জায়েন্ট গুগল এর একটি নিজস্ব প্রোডাক্ট। আমরা কারো নির্দেশনা না শুনে সরাসরি গুগল এ্যাডসেন্স এর নির্দেশনা শুনলে আপনি খুব সহজে এ্যাডসেন্স Review এর পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যেতেন। একটি এ্যাডসেন্স আবেদন পেন্ডিং রাখার বিষয়ে গুগল এ্যাডসেন্স কি সামাধান দিচ্ছে এখন আমি বিষয়ে আলোচনা করব।

গুগল এ্যাডসেন্স টিম একটি এ্যাডসেন্স এর আবেদন পেন্ডিং রাখার দুটি কারন বলছে। একটি হচ্ছে আপনার ব্লগ/ওয়েবসাইটে এ্যাডসেন্স কোড প্রয়োজনীয় স্থানে না বসানো এবং দ্বিতীয় কারণ বলছে ব্লগে পর্যাপ্ত পেজ ভিউ না থাকে। এখানে আমি দুটি সমস্যা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করছি। অধিকন্তু আমার কথাটি বিশ্বাস না হলে গুগল এ্যাডসেন্স এর অফিসিয়াল সাইট ও এ্যাডসেন্স এর অফিসিয়াল ইউটিউব ভিডিও হতে বিষয়টির সত্যতা যাচাই করে নিতে পারেন।

১। প্রয়োজনীয় স্থানে এ্যাডসেন্স কোড না বসানোঃ

গুগল এ্যাডসেন্স এর আবেদন শুরুর পর এ্যাডসেন্স আবেদন সাবমিট করার পূর্বে এ্যাডসন্সের কোড ব্লগের থীমস এর অভ্যন্তরের <head> ট্যাগের নিচে অথবা </head> ট্যাগের উপরে বসাতে বলে। তারপর কোড বসনোর পর আপনার আবেদনটি সাবমিট হয় বা গ্রহন করে। এ কাজটি করার পর আমরা আর কোথাও কোন কোড বসাই না। অথচ গুগল এ্যাডসেন্স সাথে সাথে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয় যে, আপনার ব্লগের প্রয়োজনীয় সকল স্থানে এ্যাডসেন্স কোড বসাতে হবে। এখানে প্রয়োজনীয় স্থান বলতে আপনি যেখানে যেখানে এ্যাডসেন্স এর বিজ্ঞাপন শো করাতে চান সেই জায়গাগুলোকে বুঝায়। এ্যাডসেন্স এ বিষয়ে আরো বলে যে, আপনার ব্লগের যে পোস্ট ও পেজগুলোতে বেশী ট্রাফিক রয়েছে আপনি অবশ্যই সেই পোস্টগুলোতে এ্যাডসেন্স কোড যুক্ত করে রাখবেন। তাহলে এ্যাডসেন্স টিম আপনার ব্লগ সম্পর্কে সহজে ধারনা নিতে পারবে।

২। ব্লগের পেজ ভিউ কমঃ

এখানে ব্লগে পেজ বলতে সকল ধরনের পোস্ট বুঝানো হয়েছে। আপনার ব্লগের পেজ ভিউ খুব কম হলে এ্যাডসেন্স আপনার আবেদনটি দীর্ঘ দিন Review এ রেখে দেয়। এ ক্ষেত্রে তারা আপনার আবেদন বাতিল না করে Review করার জন্য রাখে এবং ভিজিটর বাড়ছে কি না এনালাইস করে। আসলে পেজ ভিউ প্রতিদিন কি পরিমানে হলে এ্যাডসেন্স আবেদন অনুমোদন করে সে বিষয়ে কোন সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি। আমার কাছে মনেহয়েছে প্রতিদিন কমপক্ষে ১০০ পেজ ভিউ হলে গুগল এ্যাডসেন্স অনুমোদন করে। আমি ৫০ পেজ ভিউ দিয়েও আমার ব্লগে এ্যাডসেন্স অনুমোদন পেয়েছি। তবে আমার ব্লগে প্রচুর পরিমানে ভালোমানের ইউনিক কনটেন্ট ছিল।

আমাদের পরামর্শঃ

এ ধরনের সমস্যা হলে আপনার করণীয় কি সে বিষয়ে ইতোপূর্বে ক্লিয়ার হয়েগেছেন। প্রথম সমস্যাটি আপনি খুব সহজে সমাধান করে নিতে পারবেন। তবে দ্বিতীয় সমস্যার জন্য আপনাকে অবশ্যই কাজ করে যেতে হবে। ব্লগের পেজ ভিউ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ভালোমানের পোস্ট শেয়ার করার পাশাপাশি সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যেতে হবে। যেহেতু গুগল নিজে এই সমস্যার সমাধান বলছে সেহেতু আমার মনেহয় এটি অনুসরণ করলে অবশ্যই আপনার AdSense আবেদন দীর্ঘ দিন Review এর অধীনে না রেখে অনুমোদন করে নিবে।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!