আজকে আমি আপনাদের জন্য দারুন একটি App নিয়ে এসেছি। এই App ব্যবহার করে ফোনের যেকোন কিছু সর্টকাট করে সামনে রাখতে পারবেন।আমাদের ফোনে আনেক কিছু Short করে সামনো রাখতে প্রয়োজন হয় যেমন :App, Setting,File,Photo,আরো আনেক কিছু। তো এসব কিছু আপনি Short করে সামনে রাখতে পারবেন এই App টির মাধ্যমে।
চলুন শুরু করা যাক
App টি ডাউনলোড করে নিন
প্রথমে আপনাকে App টি open করতে হবে।
এখানে অনেকগুলো option দেখতে পাচ্ছেন। File and Folder, Application,Setting আপনার যেটা ইচ্ছা সেটা Select করতে পারেন। আমি File and Folder করে দেখাচ্ছি।
এখানে আপনি যেটা Select করতে চান সেটা করেন। আমি Internal Storage select করলাম।এখানে অনেকগুলো option দেখতে পাচ্ছেন। File and Folder, Application,Setting আপনার যেটা ইচ্ছা সেটা Select করতে পারেন। আমি File and Folder করে দেখাচ্ছি।
এখানে দেখেন আমার ফোন মেমোরিতে যত ফোল্ডার আছে সব দেখা যাচ্ছে। আমি SHAREit folder select করলাম।
এখন + চিহ্নে ক্লিক করেন
এখন To Launcher ক্লিক করেন
এখন দেখেন আমার ফোনে SHAREit folder টা সামনে চলে এসেছে।folder টার উপর ক্লিক করেন।
এখানে দেখেন SHAREit folder এর ভিতর যা file বা folder আছে সব দেখা যাচ্ছে এখান থেকেই ফোন মেমোরিতে যাওয়ার দরকার হচ্ছেনা।
এভাবে আপনারা আপনার ফোনে File,photo,App,Setting সবকিছু Shortcut করে সামনে রাখতে পারবে আপনার প্রয়োজন মতো।
যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুকে বলতে পারেন ।