আসসালামু আলাইকুম সবাইকে সালাম জানিয়ে আজকেও আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, আজকের টিউনে তেমন মজার কিছু নেই সামান্য কিছু ট্রিক খাটিয়ে আপনি সেইভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন।
উইন্ডোজ দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বাহির করা :
আমাদের প্রতিদিনের একটি কাজ হয়ে দারিয়েছে ইন্টারনেট ব্যবহার করা, আমরা অনেকেই মুবাইল ডাটা ব্যবহার করি আবার ওয়াইফাই ও অনেক বড় বড় সপে, অফিসে ওয়াইফাই চলে কারন সেখানে ব্যবহারকারি বেশি থাকে ফলে উচ্চগতি সম্পন্ন ব্যান্ডউইথ যুক্ত ওয়ারলেস নেটওয়ার্ক প্রয়োজন।
আমরা অনেকেই আছি কুনু সপে গেলে বা কুনু ফ্রেন্ড এর বাসায় গেলে তার ওয়াইফাই এর পাসওয়ার্ড এর দরকার পরে এবং যদি সে নিজে থেকে কানেক্ট করে দেয় তখন আমরা চালাতে পারি কিন্তু সমস্য হচ্ছে যদি আমি দেখতে পারতাম পাসওয়ার্ডটি কি তখন আরোও সুবিধা হত।
আপনারা চাইলে মুবাইল দিয়েও পাসওয়ার্ড দেখতে পারেন কিন্তু এর জন্য ডিভাইজটি রুট থাকতে হবে
আজকে আমরা উইন্ডোজ দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবো।
কিভাবে বের করবেন?:
প্রথমে network adapter settings.এ প্রবেশ করুন কিভাবে যাবেন : দেখুন Win+R একসাথে চেপে রান অপ্সন চালু হবে লিখুন ncpa.cpl লিখে এন্টার চাপুন
তারপর নিচের ছবির মত আপনার ওয়াইফাই তে রাইট বাটন ক্লিক করে Status এ সিলেক্ট করুন।
ওয়াইফাই স্টেটাস উইন্ডোজ এর Wireless Properties এ চাপুন।
Security tab, এ ক্লিক করুন এবং নিচে
দেখুন Show Password লিখা আছে সেখানে চাপুন আপনার ওয়াইফাই এর সেইভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখাবে।
আসা করি এই নিয়মটি অনেকেরই কাজে লাগবে। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকুন এবং নিজের যত্ন নিতে শিখুন টেকনোলজি নিয়ে পরে থাকবেন না বাস্তবিক দিক দিয়ে কিছু সময় ব্যয় করুন সফলতা আসবে।