-->

বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি

বাজেটের মধ্যে অবিশ্বাস্য ক্যামেরার ফোন আনছে শাওমি


সেপ্টেম্বরেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Mi CC9 Pro আনার বিষয়ে জানিয়েছিল শাওমি। একাধিক প্রযুক্তি পোটার্ল সূত্রে খবর চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। আগামী ২৪ অক্টোবর লঞ্চ হতে চলেছে Mi CC9 Pro।



চীনা সংস্থা Xiaomi-এর সঙ্গে Samsung ISOCELL Bright HMX নামের এই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর তৈরী করেছে Samsung।

সংস্থা জানায়, স্মার্টফোনের ক্যামেরার সংজ্ঞা বদলে দেবে এই ক্যামেরা সেনসর। এই ক্যামেরাই ব্যবহার করা হচ্ছে Mi CC9 Pro-তে।

জুন মাসে CC সিরিজের ফোনগুলির ছবি প্রকাশ্যে আসে। সংস্থার Weibo পেজ-এ ফোন-এর টিজার প্রকাশ্যে আসে। Mi CC9 Pro-তে থাকছে ৬.৩৯ ইঞ্চি-এর ফুল এইচ ডি ডিসপ্লে।

ফোন-এর ডিসপ্লে-এর নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ৪,০০০ mAh -এর ব্যাটারি। CC9 Pro মডেল-এ থাকছে Qualcomm Snapdragon 730 SoC চিপসেট।

চিনে Mi CC9 Pro-এর দাম ১,৭৯৯ ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০,০০০ টাকা।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!