বন্ধুরা আজাকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ব্লগে পোস্ট করার সময় ব্লগের ডিফল্ট ট্রান্সলেট সিস্টেম ব্যবহার করবেন ? আসলে এটা খুবি সহজ একটি জিনিস এবং মজারও আপনি একটু লক্ষ করলেই এই সিস্টেম দেখতে পাবেন আপনার ব্লগ পোস্ট সেটিংস এর সব শেষের দিকে আছে যাই হোক আপনি ইছে করলে এই সেটিংস ব্যবহার করে বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষাই লিখতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করবেন ।
তাহলে আপনি কিভাবে কাজটি করবেন নিচের স্টেপ গুল একটু ভাল ভাবে লক্ষ করুন খুব সহজ একটি বিষয় ।
ব্লগার ব্লগের ডিফল্ট ট্রান্সলেট সিস্টেম কিভাবে ব্যবহার করবেন !
- প্রথমে আপনার ব্লগার Settings →Language and formatting এ ক্লিক করুন
- তারপর Enable transliteration অপশন থেকে Enable করে দিন
ব্যাস এবার পোস্ট অপশনে চলে যান সেখানে আপনি সেটিংস এর সব ডানে দেখুন Transliterate words typed phonetically in English script নামে একটি অপশন আছে সেখান থেকে আপনি কোন ভাষাই ট্রান্সলেট করতে চান সেটি সিলেক্ট করুন তবে আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন এবং অটো আপনার পছন্দ করা ভাষাই লিখা ট্রান্সলেট হবে
এবার উপরের মত 'অ' তে ক্লিক করুন এবং পোস্ট এ কিছু লিখুন দেখুন নিচের মত আপনার সিলেক্ট করা ভাষাই লিখা হবে ।
তাহলে হয়েগেল আশাকরি বুঝতে পারলেন কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করুন আর হ্যাঁ আবার যদি এই সিস্টেম ব্যবহার করতে না চান তাহলে 'অ' আইকন এ ক্লিক করুন দেখুন সব আবার আগের মত হয়ে যাবে ।
আজকের মত এই পর্যন্ত পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ।