আজ যে এপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা সবারই চেনা, তার পরেও যারা নতুন আসেন তাদের জন্য সামান্য কুশল বিনিময় করতে হয়। আপনার যদি একই মোবাইলে দুইটি এপস (ফেসবুক, ইন্সটাগ্রাম, ক্লাশ অফ ক্ল্যান, পাবজি) চালাতে চান তাহলে এই এপস এর বিকল্পনেই, আসলে বিক্লপ নেই বললে ভুল হবে আরও অনেক এমন এপস আসে, যারা আপনাকে একই মোবাইলে একাধিক এপস ব্যবহার এর সুজুগ করে দিবে তবে তাদের ভিতরে এই Parallel Space বেস্ট বলা চলে আমার মতে।
আপনি ইচ্ছা করলে একের অধিক ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, আরও যত হাবিজাবি আসে সব গুলোর একের অধিক একাউন্ট করতে পারবেন এই এপস দ্বারা অনায়াসে, সো যাদের এই রকম ব্যবস্থার দরকার তারা এই এপস ব্যবহার করতে পারেন, আর সাথে আমি ৩টি প্রো ভার্সন নিয়ে এসেছি লাইট ভার্সন, ৬৪বিট ভার্সন এবং নরমাল ভার্সন। আপনার যেটা ভাল লাগে সেইটা ব্যবহার করতে পারেন।
কি কি ফিচারস আসে এই এপসঃ
- আপনি প্রতিটি প্লাটফর্মের জন্য নির্দিস্ট মেমোরি র্যাম নিধারন করে দিতে পারবেন
- স্মুথ পার্ফমেন্স
- প্রাইভেট এবং পাবলিক ভার্সন
- ইচ্ছা মত কাস্টোমাইজ করতে পারবেন
- আর কিছু মনে আসছে না, ব্যবহার করে আমাকে জানান
প্রিমিয়াম, মুড, লাইট ফিচারাসঃ
- সকল প্রকার বিজ্ঞাপন রিমুভ করা হয়েছে
- সকল প্রকার প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে
- ৬৪বিট এন্ড্রয়েডের জন্য ব্যবহার করার ব্যবস্থা করা আসে
- ইন এপ পারচেস আনলোক করা আসে
ডাউনলোড করুন
প্রো ভার্সন
গুগল প্লে স্টোরঃ Google Play
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
- ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন
- ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
- আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
- ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি