-->

কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজীর হয়েছি। টিউটোরিয়ালটির বিষয়ঃ

কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।

কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।
কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।

আমরা ইতি-মদ্ধে আইটি  ব্লগার টেমপ্লেট/থিমটি শেয়ার করেছি। তবে দুঃখ জনক ব্যাপার হল যে আনেকেরি থিমটি আপলোড দেওয়ার পর এলোমেলো হয়ে যাচ্ছে। 
ভাই আপনাদের কে বলছি । আপনি যেই ব্লগে থিমটি আপলোড করবেন , প্রথমে আপনার থিমটির ব্যাকআপ রাখেন তারপর আইটি ব্লগার  থিমটি আপলোড করেন। 
তাহলে কোনো Eror  আসবেনা।

তো আজকের টপিকে ফিরে আসি। আনেকেই আইটি ব্লগার থিমটির এডমিন উইজেটটি পরিবর্তন করতে পারছেন না। তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল ।

কিভাবে করবেনঃ
প্রথমে ব্লগারে লগিং করুন।
তারপর layout এ যান।
কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।
কিভাবে IT Blogger থিমের হেডারের এডমিন উইজেট পররিবর্তন করবেন।
Header (Right) এ দেখেন একটি HTML/JavaScript আছে। ঐটার ইডিট/পেঞ্চিল আইকনে ক্লিক করেন।

তারপর এরকম কিছু কোড দেখতে পাবেন।

<button class='dropss' data-placement='bottom' data-toggle='tooltip' role='button' title='এডমিন'><span class='gb_bb'><img alt='Sayeem Hasnaen' src='//1.bp.blogspot.com/-yQ0H88R0akA/XbNkc4msQtI/AAAAAAAABac/RMdTB9BcxM8pDY5gs0sF8FvNStiokWYwwCLcBGAsYHQ/s1600/FB_IMG_1571364958834.jpg450936795841167360_n.jpg' title='Sayeem Hasnaen'/></span></button>
<div class='au-menu'>
<div class='gb_wb'>
<a class='gb_Be' target='_blank'>
<div class='gb_Ab'><img alt='Sayeem Hasnaen' src='//1.bp.blogspot.com/-yQ0H88R0akA/XbNkc4msQtI/AAAAAAAABac/RMdTB9BcxM8pDY5gs0sF8FvNStiokWYwwCLcBGAsYHQ/s1600/FB_IMG_1571364958834.jpg450936795841167360_n.jpg' title='IT Sayeem'/></div>
<div class='gb_yb'>
<div class='gb_Bb gb_Cb author_name'>সাঈম হাসনাঈন</div>
<div class='gb_Db'>sayeemhasnaen@gmail.com</div>
</div>
</a>
</div>
<ul class='gb_Fb'>
<li>
<a href='//facebook.com/xxx' rel='dofollow' target='_blank' title='Facebook'>
<svg><use xlink:href='/responsive/sprite_v1_6.css.svg#ic_24_facebook_dark' xmlns:xlink='http://www.w3.org/1999/xlink'></use></svg>ফেইসবুক</a>
</li>
<li>
<a href='https://www.blogger.com/follow.g?blogID=xxxx' rel='dofollow' target='_blank' title='Follow'><svg><use xlink:href='/responsive/sprite_v1_6.css.svg#ic_post_blogger_black_24dp' xmlns:xlink='http://www.w3.org/1999/xlink'></use></svg>ফলো করুন</a>
</li>
<li>
<a href='https://www.youtube.com/channel/xxxxx' rel='dofollow' target='_blank' title='youtube'>
<svg viewbox='0 0 48 48' xmlns='http://www.w3.org/2000/svg'><path d='M24 4C12.95 4 4 12.95 4 24s8.95 20 20 20 20-8.95 20-20S35.05 4 24 4zm-4 29V15l12 9-12 9z'></path></svg>সাবসক্রাইভ করুন</a>
</li>
</ul>
</div>
উপরের কোডে লাল কালারের 1.bp.blogspot.com/-yQ0H88R0akA/XbNkc4msQtI/AAAAAAAABac/RMdTB9BcxM8pDY5gs0sF8FvNStiokWYwwCLcBGAsYHQ/s1600/FB_IMG_1571364958834.jpg450936795841167360_n.jpg এই url এর জাইগাই আপনার পিকচারের লিঙ্ক দেন।

তারপর নাম সাঈম হাসনাঈন পররিবর্তন করুন।

তারপর ইমেইল sayeemhasnaen@gmail.com পররিবর্তন করুন।

xxx এখানে আপনার ফেইজবুক লিংক দেন।

xxxx এখানে আপনার ব্লগার আইডি দেন।

xxxxx এখানে আপনার ইউটিউব চ্যানেল লিংক দেন।

এবার Save করুন।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!