-->

ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর উপায়

 “কিভাবে ব্লগের গতি বাড়াবো?  ব্লগের গতি বাড়ানোর টিপস! ‘ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস ‘  আজকে এই প্রশ্নের উত্তর পাবেন৷ বিস্তারিত জানতে ধৈর্য সহকারে পোস্টটি পড়ুন৷



ব্লগিং এ সফল হতে ব্লগের লোডিং স্পিড খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে৷ তাছাড়া এটি ভিজিটরের উপরও প্রভাব ফেলে৷ একটি জরিপ থেকে জানতে পেরেছি, ব্লগের লোডিং স্পিড যদি ৩ সেকেন্ডের বেশি হয়, তবে ঐ ব্লগসাইট প্রায় অর্ধেক ট্রাফিক হারায়৷

এই ব্যস্ত দুনিয়ায় কেউ সময় নষ্ট করতে চায় না৷ তাই একজন ব্লগার হিসেবে আমাদের ব্লগসাইটের লোডিং স্পিড বাড়ানো উচিত যাতে এটি ভিজিটরদের দ্রুত তথ্য পরিবেশন করতে পারে৷ সুতরাং আজকে  ব্লগের লোডিং স্পিড কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমি ১০ টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করছি, যা ১০০% আপনাকে উপকার করবে৷

প্রথমত, আপনি আপনার ব্লগটির লোডিং স্পিড পরীক্ষা করুন,এজন্য আপনি Google pagespeed Insights বা Pigdon টুলস ব্যবহার করতে পারেন৷ এরপর আজকের টিপসগুলো অনুসরণ করার পরও আবার ব্লগ লোডিং স্পিড পরীক্ষা করে উন্নতি বুঝতে পারবেন!

ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস


নিচের টিপসগুলো অনুসরণ করুন:

১. Amp Template ব্যবহার

কথায় আছে, প্রতিকারে চেয়ে প্রতিরোধই উত্তম৷ তাই আপনাকে Template বেছে নেওয়ার আগে Clean Coded template নির্বাচন করতে হবে৷ এজন্য আপনি গুগলে সার্চ দিতে পারেন৷ আপনাকে Google pagespeed এর মাধ্যমে Loading Speed পরীক্ষা করতে হবে৷

আপনার নিশে অনুযায়ী উপযুক্ত Template ব্যবহার করতে হবে৷

উদাহরণ : আপনার ব্লগের নিশ যদি নিউজ বিষয়ে হয়ে তবে আপনাকে অবশ্যই News Template ব্যবহার করতে হবে৷ কারণ এটাতে সঠিক কোডিং করা থাকে এবং এটি ভালো কাজ করে৷

আপনি চাইলে Amp templates ব্যবহার করতে পারেন যা সত্যি দ্রুত গতিতে লোড নেয়৷ এছাড়া এগুলোতে পরিষ্কার Layout থাকে এবং খুব Responsive৷

২. অতিরিক্ত ইমেজ ব্যবহার বন্ধ করুন

যদিও ইমেজ যেকোনো আর্টিকেলকে অনেক আকর্ষণীয় করে, তথাপি অতিরিক্ত ইমেজ ব্যবহার করার কারণে আপনার ব্লগার সাইটের পোস্টের লোডিং স্পিড ডাউন করে দেয়৷

সাধারণত ইমেজগুলো বেশি জায়গা নেয় এই কারনেই ব্লগার পোস্ট গুলো লোড নিতে খুব বেশি সময় নেয়৷

ইমেজ ব্যবহার করার কারণে পোস্ট অনেক বেশি তথ্যবহুল হয় তাই ব্লগে ইমেজ আপলোড দেওয়ার সময় ইমেজ গুলো Compressed করে নেওয়া উচিত৷

গুগলে অনেক রকমের ফ্রি ইমেজ Compressed করার সাইট পাবেন যা আপনাকে ইমেজ গুলোর সাইজ কমাতে সাহায্য করবে৷ আপনি চাইলে TinyPNG সাইট করতে পারেন৷

ইমেজ Compressed করলে ওয়েবপেজ লোড নিতে সময় কম নিয়ে থাকে৷ এটি আপনার পুরো ব্লগ সাইটের উপর প্রভাব ফেলে সার্ভার লোড নিতে৷

৩. অপ্রয়োজনীয় Widgets ব্যবহার বন্ধ করুন 

অতিরিক্ত Widget যোগ করলেন মানে আপনার ব্লগে আরও বেশি কোড যোগ করলেন৷ একারণে লোডিং স্পিড কমে যায়৷

সুতরাং আপনার ব্লগ থেকে অদরকারী Widget গুলো আজই রিমুভ করে দিন৷ এতে আপনার ব্লগ সাইটের লোডিং গতি বাড়বে৷

৪. Homepage এ নির্ধারিত পোস্টসংখ্যা কমান

হোমপেজে পোস্টের অতিরিক্ত সংখ্যা ব্লগের লোডিং স্পিডকে বাজেভাবে প্রভাবিত করে থাকে৷

কারণ হোমপেজে বেশি পোস্ট মানে সার্ভারে ডেটা বৃদ্ধি যা লোডিং স্পিড কমে আনে৷ এজন্যই ব্লগের লোডিং স্পিড বাড়ানোর জন্য আপনার হোমপেজে ৫-৬ টি আর্টিকেল রাখা উচিত যা ব্লগ লোডিং স্পিড বাড়াবে৷

এই কাজটি করতে প্রথমে আপনাকে ব্লগার সেটিংএ যেতে হবে৷ তারপর সেখান থেকে”Post, Comments & Sharing” এ গিয়ে Main page দেখানো পোস্ট ৫-৬ টি করে দিতে হবে৷ তার পর ” Save Setting ” এ ক্লিক করতে হবে৷

৫.অতিরিক্ত Ads ব্যবহার বন্ধ করুন 

Ads জাভা স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই নয়,অতিরিক্ত কোডের কারণে ফাইনালি আপনার সাইটে অনেক স্লো কাজ করবে৷

অধিকন্তু,  অনেকবেশি Ads ব্যবহার ভিজিটরের উপর নেতিবাচক প্রভাব ফেলে৷ অতিরিক্ত Ads ভিজিটরের বিরক্তির কারণ৷

তাই আপনার যেকোনো পোস্টে ২-৪ টির বেশি Ads ব্যবহার করবেন না৷ এতে আপনার ইউজার অভিজ্ঞতা ভালো পাবেন সাথে ব্লগার লোডিং স্পিডও বটে৷

৬.  Background image এড়িয়ে চলুন

অনেক ব্লগার আর্টিকেলকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য  Background image  ব্যবহার করে থাকে৷ Background image অনেক ব্যান্ডউইথ নিয়ে থাকে যা ওয়েবসাইট লোডিং এ প্রভাব ফেলে৷

সাধারণত ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটি লোডিং স্পিড এ তেমন প্রভাব ফেলে না৷ এছাড়া এটি ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা প্রদান করে থাকে৷

সুতরাং ভুলেও Background image ব্যবহার করবেন না৷

৭. Popup Widgets এড়ান

অনেকে আবার ব্লগে পপআপ Widget ব্যবহার করে থাকে৷ কিন্তু আবার মনে রাখুন, অতিরিক্ত Widget ব্যবহার করা মনে অতিরিক্ত Javascript ব্যবহার করা৷ যেটি আপনার ব্লগের লোডিং স্পিড কমিয়ে দেয়৷

অধিকন্তু, এটি ব্লগের ভিজিটরদের জন্য খুবই বিরক্তিকর৷ তাই কোন ভিজিটর এটি ব্যবহার পছন্দ করে না৷

৮. অতিরিক্ত CSS files বা Scripts যোগ করবেন না

আপনি যদি আপনার ব্লগার টেমপ্লেটের ফন্ট সাইজ বাহ্যিকভাবে বা টেম্পলেটের কোডে উন্নতি করেন তবে এটি আরও একটু বেশি ব্যান্ডউইথ নেয়৷

পরিণামে, আপনার ব্লগটি লোড নিতে বেশি সময় নেয়৷ সুতরাং, অতিরিক্ত CSS code বা Scripts ব্যবহার বন্ধ করুন৷

৯.Javascript কোড ব্যবহার এড়ান

Javascript ব্লগের জন্য সত্যি খুব বিপদজনক৷ যেটির কারণে আপনার ব্লগটি সঠিকভাবে  দ্রুত লোড নিতে পারে না৷

আপনি যদি অতিরিক্ত Javascript কোড ব্যবহার করেন, তাহলে মাঝে মাঝে আপনার সাইট সম্পূর্ণ লোড নেওয়ার আগে  সাদা হয়ে যাবে৷

সুতরাং, অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন না৷

১০. CDN ব্যবহার করুন 

CDN এর পূর্ণরূপ হলো Content Delivery Network. আপনি CDN ব্যবহার করতে পারেন, এটি বিভিন্ন দেশের নিকটতম সার্ভার থেকে আপনার ভিজিটরকে ডেটা বণ্টন করবে৷ এটি বিশ্বব্যাপী গ্রুপিং হয়ে কাজ করে৷

আপনি যদি ফ্রিতে CDN ব্যবহার করতে চান, তবে Cloudflare দেখতে পারেন যেটি বিনামূল্যে ব্লগের জন্য সার্ভিস দেয়৷

কিছু সম্পর্কিত প্রশ্ন-উত্তর

কিভাবে ব্লগের গতি বাড়াবো?

তো আপনার ব্লগের লোডিং স্পিড বাড়াতে আপনাকে এই দিকগুলো নিশ্চিত করতে হবে ;ব্লগ আর্টিকেলে অতিরিক্ত Ads বা Image রাখা যাবে না, অপ্রয়োজনীয় widgets বা Pop-up এবং জাভাস্ক্রিপ্ট রিমুভ করতে হবে৷

অধিকন্তু, আপনি চাইলে CDN ব্যবহার করতে পারেন৷

আমার ব্লগ এত স্লো কেন?

ব্লগসাইট ধীরগতির হওয়ার অনেক কারণ থাকতে পারে, তারমধ্যে আপনার ব্যবহৃত Template টি Speed এর জন্য সঠিকভাবে Optimized না৷

এছাড়া অন্যতম একটি কারণ হলো আপনার ব্লগে ইমেজ Compressed  না করে আপলোড দেওয়া যেটি খুব খারাপভাবে ব্লগের লোডিং স্পিডকে প্রভাবিত করে৷

পেজ স্পিড এসইও এর জন্য কতটা গুরুত্বপূর্ণ?

গুগল স্পিড আপডেটের পর পেজ স্পিড বর্তমানে বড় Ranking Factor.

পেজের গতি কমলে ব্লগের বাউন্সরেট বেড়ে যায় যেটি  পরোক্ষভাবে খুব ক্ষতি করতে পারে ব্লগের৷

শেষ কথা

এই ছিল দরকারী ১০টি টিপস ব্লগের লোডিং স্পিড বাড়ানোর যেগুলো সত্যিই খুবই উপকারী৷

এই টিপসগুলো অনুসরণ করার অবশ্যই আপনার সাইটের স্পিড Google PageSpeed Insights টেস্ট করতে ভুলবেন না৷

এছাড়া আপনার যদি আরও পরামর্শ দরকার হয় তবে কমেন্ট করবেন কেমন!

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!