আমরা ইতিপূর্বে ব্লগের বিভিন্ন জায়গায় নতুন Widgets যুক্ত করার কয়েকটি পোষ্ট শেয়ার করেছি। সবগুলি পোষ্টেই নির্দিষ্ট কোন না কোন জায়গায় নতুন Widgets যুক্ত করার উপায় দেখিয়েছিলাম। ঐ পোষ্টগুলিতে কোন কিছু বিষদভাবে বর্ণনা করিনি। শুধুমাত্র কোথায় কিভাবে যুক্ত করবেন সেটাই শেয়ার করেছিলাম। আজকে আমরা আপনাদের সাথে সব কিছু বিশ্লেষনাত্মকভাবে শেয়ার করব, যাতে করে আপনি নিজেই ব্লগের যে কোন জায়গায় খুব সহজেই নতুন Gadget/Widget Sections যুক্ত করতে পারেন।
আসলে ডিফল্ট ব্লগের Layout এর সব জায়গাতে Widget Sections থাকে না। যার কারনে কিছু কিছু জায়গাতে ইচ্ছা থাকা সত্বেও নতুন Widget যুক্ত করা যায় না। বিশেষ করে যারা Google Adsense কিংবা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ব্যবহার করেন তাদের জন্য এই অসুবিধা হয়। কাজেই বাড়তী সুবিধা নেওয়ার জন্য নতুন Widget Sections যুক্ত করা ছাড়া আর কোন উপায় থাকে না।
সকল পোষ্ট দেখুন
কিভাবে যুক্ত করতে হয়ঃ
- ব্লগে কোন নতুন Gadget/Widget Sections যুক্ত করার জন্য নিচের লাইনটি ব্যবহার করতে হয়। এই কোডটি ব্যবহার করে ব্লগের যে কোন জায়গার একটি নতুন Gadget/Widget Sections যুক্ত করতে পারবেন।
<b:section class='posts-top' id='posts-top' maxwidgets='1' showaddelement='yes'/>
- উপরের লাইনের এই b:section ট্যাগটি ব্লগের <body> .... </body> এর ভীতরে যে কোন জায়গ ব্যবহার করতে পারবেন। নিচে আমরা b:section ট্যাগ এবং এর সকল Attributions নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ইলিমেন্ট | বর্ণনা |
---|---|
<b:section | এটি ব্লগের Widget এর জায়গাকে নির্দেশ করে। নতুন উইজেট যুক্ত করার জন্য এই ট্যাগটি ব্যবহার করতেই হবে। এটি ব্যবহার করে ব্লগের যে কোন জায়গায় নতুন Widgets যুক্ত করা যায়। |
class='posts-top' | এটি <b:section ট্যাগের একটি ইউনিক Class. এই অংশটি ব্যবহার করলে ভাল, তবে না করলে কোন সমস্যা নেই। |
id='posts-Top' | এটি <b:section ট্যাগের একটি ইউনিক ID. এই অংশটি ব্লগে অবশ্যই ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি আইডি ইউনিক হতে হবে। |
maxwidgets='1' | একটি Widget এর ভীতের কতবার ব্যবহার করবেন তা বুঝানো হয়। এটি সাধারণত ১ থেকে শুরু হয়। এ অংশটি না দিলেও কোন সমস্যা হবে না। নির্দিষ্ট কোন সংখ্যা না দিলে একটিন ভীতরে অসংখ্য বার ব্যবহার করতে পারবেন। |
showaddelement='yes' | এখানে Yes অথবা No ব্যবহার করা হয়। Yes দেয়া হলে ব্লগের Layout অংশে Add a Gadget লিংকটি দেখতে পাবেন, অন্যদিকে No দেয়া হলে ব্লগের Layout অংশে Add a Gadget লিংকটি শো করবে না। |