-->

কিভাবে ব্লগার ব্লগে Floating "Sticky" Sidebar Widget যুক্ত করতে হয়?

ব্লগের গুরুত্বপূর্ণ কোন কনটেন্ট বা উইজেটের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সাধারণত Sticky Widget ব্যবহার করা হয়ে থাকে। ব্লগের কোন একটি পোষ্ট পড়ার সময় পোষ্টটি পড়তে পড়তে পাঠক যত নিচের দিকে যায় তখন সাইডবারের উইজেটগুলি উপরে অবস্থান নেয়। যার ফলে দেখা যায় সাইডবারে থাকা গুরুত্বপূর্ণ আর্টিকেল পাঠকের মনযোগ আকর্ষন করতে পারে না। এই ধরনের Sticky Widget ব্যবহার করলে পাঠক পোষ্টের যেখানে থাকুক না কেন সাইডবারে গুরুত্বপূর্ণ অংশটি সবসময় কনটেন্টের সাথেই অবস্থান করবে। এতে করে ব্লগের গুরুত্বপূর্ণ অংশটিতে পাঠকের আকর্ষণ তৈরি করে Page View বাড়ীয়ে নিতে পারবেন।
কিভাবে ব্লগার ব্লগে Floating "Sticky" Sidebar Widget যুক্ত করতে হয়?

আজ আপনাদের সাথে দুই ধরনের Sticky Widget শেয়ার করব। একটির মাধ্যমে শুধুমাত্র সাইডবারের উইজেটকে Sticky করা যাবে এবং অন্যটি দিয়ে উইজেটসহ সম্পূর্ণ সাইডবারকে Sticky করতে পারবেন। ১ম স্টাইলটি Scrolling করে জায়গা শেষ হওয়ার পর Footer এর নিচে অবস্থান নেবে অন্যদিকে ২য় টি Footer বরাবর যাওয়ার পর উপরের দিকে অবস্থান নিতে থাকবে। সবার প্রয়োজনানুসারে দুটি উইজেট এর লাইভ ডেমো শেয়ার করা হবে, যাতেকরে আপনার পছন্দমত যে কোন একটি যুক্ত করে নিতে পারেন।

কিভাবে ব্লগে যুক্ত করবেন (স্টাইল-১)?

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ডে হতে Template > Edit Html এ ক্লিক করুন।
কিভাবে ব্লগার ব্লগে Floating "Sticky" Sidebar Widget যুক্ত করতে হয়?
  • কিবোর্ড হতে Ctrl+F চেপে </body> অংশটি সার্চ করুন।
  • এখন নিচের Scripts গুলি </body> ট্যাগের ঠিক উপরে পেষ্ট করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
function ProSticky(e){function t(){var e=s.getBoundingClientRect();e.top<0?(n.className=a+" pro-sticking",n.style.width=i+"px"):n.className=a}var n=document.getElementById(e),s=document.createElement("div");n.parentNode.insertBefore(s,n);var i=n.offsetWidth,a=n.className+" makesticky";window.addEventListener("scroll",t,!1)}ProSticky("HTML7");
//]]>
</script>
  • উপরের লাল কালারের HTML7 এর জায়গায় আপনার কাঙ্খিত উইজেট আইডি বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে উইজেটটি Sticky করতে চাচ্ছেন।
  • আবার কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> অংশটি সার্চ করুন।
  • তারপর নিচের Css কোডগুলি ]]></b:skin> ট্যাগের উপরে পেষ্ট করুন।
.pro-sticking{background:none!important;position:fixed;top:0px;z-index:20;-webkit-transform:translateZ(0);}
  • এখন Save Template এ ক্লিক করলেই কাজ OK.
  • এই লিংকে ক্লিক করে লাইভ ডেমো দেখুন - Live Demo

 যেভাবে যুক্ত করবেন (স্টাইল-২):

  • কিবোর্ড হতে Ctrl+F চেপে </body> অংশটি সার্চ করুন।
  • এখন নিচের Scripts গুলি </body> ট্যাগের ঠিক উপরে পেষ্ট করুন।
<script type='text/javascript'>
//<![CDATA[
$(function() {
  if ($('#HTML7').length) {
    var el = $('#HTML7');
    var stickyTop = $('#HTML7').offset().top;
    var stickyHeight = $('#HTML7').height();
    $(window).scroll(function() {
      var limit = $('#footer-wrapper').offset().top - stickyHeight - 20;
      var windowTop = $(window).scrollTop();
      if (stickyTop < windowTop) {
        el.css({
          position: 'fixed',
          top:10
        });
      } else {
        el.css('position', 'static');
      }
      if (limit < windowTop) {
        var diff = limit - windowTop;
        el.css({
          top: diff
        });
      }
    });
  }
});
//]]>
</script>
  • উপরের লাল কালারের প্রত্যেকটি HTML7 এর জায়গায় আপনার কাঙ্খিত উইজেট আইডি বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে উইজেটটি Sticky করতে চাচ্ছেন এবং নীল কালারের #footer-wrapper এর জায়গায় Footer ID বসিয়ে দিতে হবে।
  • আবার কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> অংশটি সার্চ করুন।
  • তারপর নিচের Css কোডটি ]]></b:skin> ট্যাগের উপরে পেষ্ট করুন।
#HTML7{width:100%;max-width:300px}
  • উপরের CSS কোডের #HTML7 এর জায়গায় কাঙ্খিত উইজেটিটি দেখিয়ে দিন।
  • এখন Save Template এ ক্লিক করলেই কাজ OK.
  • এই লিংক থেকে ২য় স্টাইলের লাইভ ডেমো দেখুন - Live Demo

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!