-->

জেনে নিন কিভাবে আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন


সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করবেন।

আসলে সত্যিকার অর্থে আমাদের অনেকেরই অনেক ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থেকে থাকে। সেই সমস্ত ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট চালানোর মূল উদ্দেশ্যই থাকে অনেকের সেখান থেকে কিছু অর্থ আয় করা। আর অর্থের জন্য গুগল অ্যাডসেন্সের চাইতে বড় কোন অ্যাডভার্টাইজিং কোম্পানী আমার জানা মতে নাই। কিন্তু সেই গুগল অ্যাডসেন্সেরই 'টার্মস এন্ড কন্ডিশন'-এর মধ্যেই বলে দেওয়া থাকে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে। তাই অনেককেই বাধ্য হয়ে আবার অ্যাডোবি ফটোশপের কাজ শিখতে হয়। কিন্তু আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য কপিরাইট ফ্রি ইমেজ বা ছবি ডাউনলোড করতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণঃ
১। একটা কম্পিউটার বা স্মার্ট ফোন।
২। গুগল ক্রোম বা এই টাইপের ব্রাউজার। বিশেষ করে মিনি বা লাইট ব্রাউজারগুলো ব্যবহার না করাই ভালো।

কার্য পদ্ধতিঃ
১। প্রথমেই গুগল ইমেজে চলে যান। গুগল ইমেজে আমার মনে হয় সবাই যেতে পারে। তারপরেও আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি। গুগল ইমেজে সরাসরি যেতে চাইলে এখানে ক্লিক করুন।
২। এবার এখানে আপনি যেই রিলেটেড ইমেজ ডাউনলোড করবেন। তা সার্চ দিন। যেমন আমি এখানে 'Natural Wallpapers' লিখে সার্চ দিয়েছি।
৩। সার্চ বারের খানিকটা নিচেই দেখবেন 'সেটিংস' নামে একটি অপশন আছে।
কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোডের জন্য 'সেটিংস'-এ ক্লিক করুন।

৪। এবার 'সেটিংস'-এ ক্লিক করুন।
৫। দেখবেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। তারমধ্যে 'Advance Search' নামক একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
এখান থেকে আপনি 'Advance Serach'-এ ক্লিক করুন।


৬। এবার দেখবেন বেশ বড়সড় একটা পেজ আসবে। স্ক্রলিং করে খানিকটা নিচে নামুন। একদম সবার শেষে দেখবেন 'Usage Rights' নামক একটা অপশন রয়েছে। অপশনটির পাশেই দেখবেন একটা ড্রপ-ডাউন মেনু রয়েছে। সেখানে দেখবেন বিভিন্ন কন্ডিশনের ইমেজের কথা বলা আছে। যেমন কিছু ইমেজ আপনি শেয়ার করতে পারবেন কিন্তু কর্মাশিয়াললি ব্যবহার করতে পারবেন না। আবার কিছু ইমেজ আছে যেগুলো আপনি শেয়ার ও কর্মাশিয়াললি ব্যবহারও করতে পারবেন। আবার কিছু ইমেজ আছে যেগুলো আপনি মডিফাই বা এডিট করতে পারবেন না। আবার কিছু ইমেজে আপনি এডিট বা মডিফাইসহ কর্মাশিয়াললি ব্যবহারও করতে পারবেন। এবার সেখান থেকে আপনার পচ্ছন্দমত কন্ডিশন সিলেক্ট করে 'Advance Search'-এ ক্লিক করুন। তারপর দেখবেন সেই কন্ডিশন অনুযায়ী আপনার সামনে ইমেজ বা ছবি দেখানো হবে।
এখান থেকে আপনি কোন কন্ডিশনের ইমেজ ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।
ব্যস্‌, এবার আপনি আপনার পচ্ছন্দমত ইমেজ ডাউনলোড করে ব্যবহার করুন।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!