-->

ইউটিউব কি? ইউটিউব হতে কিভাবে আয় করা যায়? ইউটিউব হতে কত টাকা আয় করা সম্ভব?

প্রশ্নঃ ইউটিউব কি?

উত্তরঃ ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনার আগে ইউটিউব সম্পর্কে জানা প্রয়োজন।

         ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সার্ভিস যেখানে ব্যবহারকারীরা নিজের প্রোফাইল বানানো, ভিডিও আপলোড, ভিডিও দেখাসহ ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর নিজের আপলোড করা ভিডিওগুলিতে অ্যাডস্‌ (Ads) বসিয়ে ডলার ইনকাম করতে পারেন।

প্রশ্নঃ ইউটিউব হতে কিভাবে আয় করা যায়?

উত্তরঃ ইউটিউব হতে ইনকাম হয় বিজ্ঞাপন (Ads) দেখানোর মাধ্যমে। ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডসেন্স্‌ (Adsense) একাউন্ট যোগ করে দিলেই কাজ শেষ। আমরা পর্যায়ক্রমে এসব বিষয় নিয়ে আলোচনা করবো।

প্রশ্নঃ ইউটিউব হতে কত টাকা আয় করা সম্ভব?

উত্তরঃ এটার কোন ধরাবাঁধা সংখ্যা নেই। আপনি ভালো কন্টেন্টের ভিডিও বানালে মানুষ আপনার ভিডিও বেশি দেখবে। আর বেশি বেশি ভিউ (View) মানে বেশি বেশি ডলার।

        বলা হয়ে থাকে যে, প্রতি ১০০০ ভিউয়ের জন্য ১ডলার পাওয়া যায়। এটা কিছুটা কম-বেশি হতে পারে। আসলে টাকাটা আসে ভিডিওর উপর দেখানো অ্যাডস্‌ (Ads) গুলোতে ক্লিকের উপর। সুতরাং, ১০০০ ভিঊ কিন্ত ০ ক্লিকের মানে হচ্ছে ০ ডলার। তবে ভিঊ বেশি হলে ক্লিক বেশি হবে এটাই স্বাভাবিক।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!