আমরা প্রত্যেকেই Computer এ কাজ করতে গিয়ে অনেক সময় Lag/processor slow হওয়ার কবলে পরে যাই, যার ফলে কোন কাজই ঠিকভাবে করতে পারা যায় না। তাছাড়া Cpu 100% , ram হঠাৎ full হয়ে Pc/computer Hang হওয়া তো নিত্যদিনের ঘটনা। তাই না?
এর একটাই সমাধান তা হলঃ-
হয়তো third party software (CCleaner Pro) ব্যবহার করা নয়তো computer এ built
in Run comand ব্যবহার করা।
এই Run softwareটি তে Temp. %temp prefetch এবং recent fileগুলো তে জমা হওয়া junkগুলো এক এক করে delete করে দিলে দেখবেন আপনার কম্পিউটার আগের তুলনায় কতটা smooth চলছে। এটা আমরা কম বেশি সবাই জানি , কিন্তু আজ দেখাব কি ভাবে আপনি এক ক্লিকেই সব Run কমান্ড এর junk file ডিলিট করতে পারবেন ।
তো শুরু করা যাক-
নিম্নোক্ত কোডটি কপি করে নিনঃ
cd/
COLOR 4A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%
RMDIR/S/Q %TEMP%
CD C:\WINDOWS\TEMP
RMDIR/S/Q C:\WINDOWS\TEMP
CD C:\WINDOWS\Prefetch
RMDIR/S/Q C:\WINDOWS\Prefetch
CD %TEMP%
Del/s/q
কোডটি হুবহু কপি করার পর কম্পিউটারের NotePad-এ Paste করে দিন.
এবার Fileটি Save করুন এই Style-এ >>>
select
Save as >> Desktop>>{ file extention .bat দিবেন মানে আপনি picture save করতে .jpg দেন সেইম এখানেও .bat দিবেন}
ব্যস save এ click করলেই সেটা আপনার staring windows পেইজে চলে আসবে
এবার ঐ ফাইলটাতে ডাবল ক্লিক করলেই, মাইক্রো সেকেন্ডের ভিতর আপনার কম্পিউটারের সব Junk ফাইল ডিলিট হয়ে যাবে।
কম্পিউটার ওপেন কিংবা বন্ধ করার সময় এই ফাইলে ডাবল ক্লিক করলে আপনার ব্যবহৃত সফ্টওয়্যার এর junk ফাইলগুলো ডিলিট হয়ে যাবে তখন বারবার আর কষ্ট করে run এ গিয়ে temp %temp prefecth ফাইল ডিলিট করা লাগবে না।
চেষ্টা করেছি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার, আশাকরি উপকৃত হবেন।
আল্লাহ হাফেজ
ভাল থাকবেন।