আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন।
২-৩ মাস পর আবার লিখা-লিখি শুরু করলাম। আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো, হ্যা তাই চেষ্টা করবো সর্বদা।
তাহলে চলুন আজকের বিষয় জেনে নেই।
বিষয়ঃ কিভাবে Wi-Fi এর স্পীড বারাবেন?
জ্বি তা নিয়েই লিখতে বসেছি, ইনশাআল্লাহ সবারই কাজে আসবে।
আমরা যারা ওয়াইফাই ব্যাবহার করি, আমারা মাঝে মধ্যেই একটা সমস্যার সম্মুখীন হয় তা হলো WI-FI এর স্পীড নিয়ে।
আজ তারই একটি সহজ সমাধান নিয়ে এই টিউটোরিয়াল লিখা।
তাহলে দেখে নিন কিভাবে Wi-Fi এর স্পীড বারাবেন?
প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ চলে যান।
কিভাবে Wi-Fi এর স্পীড বারাবেন? |
তারপর এবাউট ফোন এ ক্লিক করুন।
কিভাবে Wi-Fi এর স্পীড বারাবেন? |
এবাউট ফোনে ক্লিক করার পর বিল্ড নাম্বার এ ৩-৭ বা তারও বেশি ক্লিক করুন যতক্ষণ না ডেভেলপার অপশন চালু না হয়।
ডেভেলপার অপশন চালু হলে, তাতে ক্লিক করুন।
ডেভেলপার অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করেন।
ভালোভাবে লক্ষ্য করে দেখবেন নেটওয়ার্কং নামে অপশন আছে।
কিভাবে Wi-Fi এর স্পীড বারাবেন? |
আশা করি খুঁজে পেয়েছেন। স্ক্রিনশটে দেখানো দুটো সেটিং অফ করা আছে, তা অন করে দিন। ব্যাস আপনার কাজ শেষ এখন মোবাইলটা অফ করে অন করে নিন।আর আগের চেয়ে দিগুণ স্পীড উপভোগ করতে থাকুন।
ধন্যবাদ টিউটোরিয়ালটি পরার জন্য।
অসাধারণ টিউটোরিয়াল ভাই
উত্তরমুছুনvery nice
উত্তরমুছুন