-->

কম দামে বেস্ট কোয়ালিটির নয়েজমুক্ত মাইক্রোফোন।

হ্যালো ভিউয়ারস।  আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা মোবাইলে ইউটিউবিং করে তাদের জন্য আজকের ব্লগ। আজকে আমরা কম দামের মধ্যে বেস্ট একটি মাইক্রোফোন  সম্পর্কে জানব। আর হ্যা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
কম দামের মধ্যে আজকে আমরা কোন মাইক্রোফোনটি সম্পর্কে জানতে যাচ্ছি? – Habit M60
কেন আমরা Habit M60 ব্যবহার করব? – যারা মোবাইলে ইউটিউব কন্টেন্ট তৈরি করে তারা অবশ্যই কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির একটি মাইক্রোফোন খোঁজে যটি সম্পূর্ন নয়েজমুক্ত। Habit M60 সেই কোয়ালিটির মাইক্রোফোন।  এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করলে কোনো রকম নয়েজ থাকবে না।  সাথে বেস্ট সার্ভিসটি পাবেন। ভয়েস রেকর্ডিং আপনার অরিজিনাল কন্ঠ আসবে।
সাউন্ড কোয়ালিটি বেস্ট করার জন্য কী করতে হবে? – Habit M60 মাইক্রোফোনটির সাথে একটি কানেক্টর ব্যবহার করতে হবে। ফলে সাউন্ড ভালো আসবে। ভালো সাউন্ডের জন্য  সব মাইক্রোফোনের সাথেই কানেক্টর ব্যবহার করতে হয়। 
মাইক্রোফোনটির মার্কেট প্রাইস কত এবং কোথায় পাব? – Habit M60 এর দাম ৩৫০ টাকা।  সাথে যেই কানেক্টর ঐটির দাম ১৩০ টাকা। আপনারা নিকটস্থ মার্কেট থেকে দুটিই পেয়ে যাবেন।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!