-->

এবার ঘরে বসেই নিজেই বিকাশ একাউন্ট খুলেন। আর এজেন্ট এর কাছে যেতে হবে না।

আশা করি ভালো আছেন।

আমরা সবাই আছ কাল মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি (যেমন ডাচ বাংলা, বিকাশ, নগত, Sure Cash ইত্যাদি) আর এই সব মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খুলতে হলে এজেন্ট এর কাছে যেতে হয়। আছকে আমি দেখাবো যে ঘরে বসে নিজেই নিজের বিকাশ একাউন্ট খুলবে কি ভাবে।
তো শুরু করা যাক।
প্রথম এখানে থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।
তার পর অ্যাপ টা ওপেন করেন।

তার পর এখানে ক্লিক করেন।
তার পর এখানে New Account তে ক্লিক করেন।
তার পর যে নাম্বারে একাউন্ট খুলবেন সে নাম্বার টা দিয়ে এখানে ক্লিক করেন।
তার পর আপনার নাম্বারে Verification code যাবে তা দিয়ে এখানে ক্লিক করেন।আমি খুবেই দুঃখিত এর পরে Screen shot গুলা ফোনে আর তুলা যাইনি 
কিন্তু আমি বস কিছু ভালো মত বুঝেয়ে দিচ্ছি।
এর পর আপনার NId কার্ড এর সামনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।
তার পর পিছনের দিখের ছবি তুলে next ক্লিক করেন।
তার পর আপনার সব তথ্য গুলা ভালো মত দেখে নিন। দেখা শেষ হলে Next তে ক্লিক করেন।
তার পর আপনার ফোনের সামনের Camera দিয়ে একটা ছবি তুলেন (যার NID কার্ড তার ছবি দিতে হবে)
তার পর ৪ থেকে ৬ পিন দিয়ে দেন।
তার পর কাজ শেষ। এবার ৭২ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট Active হয়ে যাবে [যদি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তা হলে]
আর কোনো কিছু না বুঝলে Comment করবেন

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!