-->

ফ্রি ডাউনলোড করুন Gossip ব্লগার থিম।

আপনারা যদি ব্লগারে (blogger) একটি নতুন ব্লগ বানানোর কথা ভাবছেন, তাহলে সবচে আগেই, একটি ভালো ব্লগিং থিম অবশই বেঁচে নিবেন। যেকোনো ব্লগার ব্লগের থিম ভালো ভাবে কোড করা, রেস্পন্সিভ (responsive), হালকা, দ্রুত এবং SEO optimized থাকলে, সেই ব্লগার থিম বা টেমপ্লেট সব দিক দিয়ে সেরা বা ভালো বলে বলা যেতে পারে।
SEO optimized & fast blogger themes.
ফ্রি ডাউনলোড করুন Gossip ব্লগার থিম।
ফ্রি ডাউনলোড করুন Gossip ব্লগার থিম।

তবে, যদি আপনার ব্লগের থিম অনেক ভারী, স্লো বা ভালো করে কোড না করা থাকে, তাহলে ভবিষ্যতে গুগল থেকে ফ্রীতে ট্রাফিক ও ভিসিটর পাওয়াটা আপনার জন্য অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াবে।
কারণ, ব্লগে ব্যবহার করা থিম যদি ভারী এবং ভালো ভাবে কোড করা না থাকে, তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগের লোডিং স্পিড অনেক স্লো হয়ে দাঁড়াবে।
এতে, যখন আপনার ব্লগে ভিসিটর্স আসবে, তখন তাদের ইন্টারনেট ব্রাউজারে আপনার ব্লগের ওয়েবপেজ খুলতে অনেক বেশি সময় নিবে।

ফলে, হতাশ হয়ে আপনার ব্লগে আশা মূল্যবান ট্রাফিক বা ভিসিটর্স কেবল কিছু সেকেন্ডের ভিতরেই আপনার ব্লগ ছেড়ে চলে যাবে।
তাছাড়া, Google Search এর algorithm স্লো লোডিং হওয়া ওয়েবসাইট একেবারেই ভালো পায়না। এবং, এতে গুগল সার্চ থেকেও ফ্রি ভিসিটর্স বা ট্রাফিক পাওয়ার সুযোগ আপনার হারাতে হয়।
তাই বন্ধুরা, নিজের blogger blog এ যেকোনো theme বা template ব্যবহার করার আগেই, সেই থিম কতটা ভালো ভাবে কোড করা, কতটা হালকা (light) এবং কতটা দ্রুত ভাবে লোড হবে, সেই সব বিষয়ে আপনার খেয়াল রাখতেই হবে।
তাই, ব্লগের দ্রুত ভাবে লোড হওয়া, SEO এবং থিমের কোডিং কোয়ালিটি, এই জরুরি জিনিস গুলি দেখে, এই আর্টিকেলে আমি আপনাদের, সেরা ব্লগার থিমটির ব্যাপারে বলবো।
ব্লগার ব্লগের জন্য এই ফ্রি থিম  আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন।

Gossip – (Modern & magazine) responsive blogger theme

Gossip  একটি অনেক সাধারণ হালকা (light), রেস্পন্সিভ (responsive) এবং SEO friendly একটি ব্লগার থিম। আপনারা, এই থিম ব্যবহার করলে আপনাদের ব্লগ বা ওয়েবসাইট দেখতে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে।

এর সুন্দর, widget এবং popular post section আপনাদের অবশই অনেক ভালো লাগবে।

তাছাড়া, responsive theme হওয়ার জন্য, যেকোনো মোবাইল ও কম্পিউটার স্ক্রিন সিজে আপনার ব্লগ সুন্দর ভাবে খুলবে বা লোড হবে।
User friendly settings এর সাথে আপনারা এই blogger template অনেক সহজে নিজের মতো ভাবে customize করতে পারবেন।

যেকোনো পার্সোনাল ব্লগ, নিউজ ব্লগ এবং টিউটোরিয়াল ব্লগের জন্য, এই থিম সেরা।

Modern এবং stylish look এর সাথে সাথে এই থিম ব্যবহার করলে, আপনার ব্লগের লোডিং স্পিড অনেক ফাস্ট হয়ে দাঁড়াবে।

পোস্ট রেটিং করুন

আরও নতুন পোস্ট পুরানো পোস্ট

সম্পর্কিত পোস্টসমূহ

    লাইক এবং ম্যাসেজ করুন
    ×
    _

    নিচে থেকে আমাদের পেজ লাইক করুন সঙ্গে চাইলে আমাদের ম্যাসেজ ও করতে পারেন।

    Get the latest article updates from this site via email for free!